কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হিরামন (২৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরামন কোদালিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজবাড়িতে টর্চলাইট চার্জ দিতে গিয়ে নিহত হিরামন অসাবধানতবশত বিদ্যুতায়িত হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হিরামনকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি মোঃ সাখাওয়াৎ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে কৃষক হিরামন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



































































