কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে দিন দিন কমছে আবাদী জমির পরিমাণ। এর ফলে ভূমিহীন কৃষকের সংখ্যাও বাড়ছে এই উপজেলায়।
দিনাজপুরের কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ভূমিহীন চাষী রয়েছে প্রায় ৪ হাজারের মতো। আর আবাদযোগ্য জমির পরিমাণ রয়েছে ১৭ হাজার ৫শত ৬ হেক্টর জমি। এর মধ্যে ইট ভাটার জমির পরিমাণ ১০ হেক্টর কাগজে-কলমে দেখালেও কিন্তু বাস্তবে ৩০ হেক্টরেরও বেশি জমিতে ইট ভাটা রয়েছে।
আবার অনেকেই মনে করছেন, এই উপজেলায় চাষাবাদযোগ্য জমিতে এক শ্রেণির অসাধু ব্যক্তিরা পরিকল্পিতভাবে পুকুর খনন ও অর্থের লোভে পড়ে জমির মাটি বিক্রির কারণে আবাদী জমির পরিমাণ কমছে। এই উপজেলায় দিন দিন আবাদযোগ্য জমি কমে যাওয়ার কারণে অনেক কৃষক এখন ভূমিহীন হয়ে যাচ্ছে। অনেককে আবার ফসল ফলিয়ে ফসলের ন্যায্যমূল্য না পেয়ে লোকসান হওয়ার কারণে সেই লোকসানের ক্ষতিপূরণ করতে জমি বিক্রি করে দিতে দেখা যাচ্ছে। একপর্যায়ে লোকসানের বোঝা ও মহাজনদের ধার-দেনা পরিশোধ না করতে পেরে ও সংসারের নিত্যদিনের অভাব-অনটনের কারণে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সেই কারণে দিন দিন ভূমিহীনদের সংখ্যা বেড়ে চলছে। অপরদিকে বড় বড় কৃষকেরা অনেকেই শহরমুখী হচ্ছে। কেউ কেউ ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে জমি বিক্রি করে জেলা শহরে বাড়ি তৈরি করে বসবাস করছে। আবার কেউ কেউ জমি বিক্রি করে ব্যবসা করছে। আবার বড় কৃষকেরা অনেক সময় নিজের জমি চাষ না করে জমি বর্গা দিচ্ছে। ফলে ধনী কৃষকের সংখ্যা কমে যাচ্ছে। একসময় কাহারোল উপজেলা নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে খাদ্যশস্য সরবরাহ করতো। কিন্তু বর্তমানে আবাদী জমির পরিমাণ কমায় অদূর ভবিষ্যতে এ উপজেলায় খাদ্য ঘাটতির আশঙ্কা করছে অনেকেই।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি আবাসনও বেড়েছে। আবাসন সঙ্কট সমাধান ও ফসলী জমিতে দিন দিন নির্মাণাধীন অবকাঠামো গড়ে ওঠাসহ বিভিন্ন কারণে আবাদী জমির পরিমাণ কমে যাচ্ছে এবং ধনী কৃষকেরাও জমি বিক্রি করে শহরমুখী হচ্ছেন।