কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে পাটের ফলন ভালো এবং পাটচাষীরা দাম পেয়ে অনেক খুশি। চলতি পাট মৌসুমে অত্র উপজেলায় আবহাওয়া অনুকূলে আর সার সংকট না হওয়ার কারণে পাটের চাষাবাদ ভালো হয়েছে। এবার পাটের ফলন ভালো ও বাজারে বর্তমানে পাটের দাম ভালো পাওয়ায় অনেক খুশি এই উপজেলার পাটচাষীরা। উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় বোরো ধানের পাশাপাশি এবার পাটের আবাদও ভালো হয়েছে। তবে পানি সমস্যার কারণে কিছু কিছু এলাকায় পাট জাগ দেওয়া নিয়ে হিমশিমে পড়েছিল পাটচাষী কৃষকরা। বেশিরভাগ এলাকায় পাট কেটে জাগ দেওয়া এবং আঁশ নেওয়ার কাজ শেষ করে অতি কষ্টের ফসল পাট রোদে শুকিয়ে বাজারে বিক্রি করেছেন অনেকেই। চলতি মৌসুমের নতুন পাট বাজারে উঠতে শুরু করেছে বেশ কিছুদিন পূর্বে থেকে। এবার বিঘা প্রতি জমিতে ৮-৯ মণ পর্যন্ত পাটের ফলন হয়েছে। বর্তমান বাজারে কৃষকরা এক মণ পাট বিক্রি করছে ৪ হাজার ২শত টাকা থেকে ৪ হাজার ৫শত টাকা দরে।
উপজেলার তারগাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের পাটচাষী শ্রী সুভাষ চন্দ্র রায় ও রনজিৎ কুমার রায় বলেন, ইরি-বোরো আবাদের পাশাপাশি কিছু জমিতে পাট চাষ করেছি। পাটের ফলনও ভালো পেয়েছি। বাজারে দামও সন্তোষজনক। তাই এবার পাট চাষে খুশি হয়েছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানিয়েছেন, এই উপজেলায় অন্য বছরের তুলনায় এ বছর যথাসময়ে খরা, ভালো বীজ, তেমন সার সংকট না থাকায় পাটের আবাদ আশানুরূপ ভালো হয়েছে বলে আমরা আশা করছি।
তিনি আরো জানান, অত্র উপজেলায় চলতি পাট মৌসুমে ৩৭০ হেক্টর জমিতে পাট চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু যা আবাদ হয়েছে তা গত বছরের তুলনায় একটু বেশি। কৃষি বিভাগের পক্ষ হতে পাট চাষের ক্ষেত্রে কৃষকদের উদ্বুদ্ধকরণসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তারা প্রতিটি ব্লকে সরেজমিনে গিয়ে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ ও যোগাযোগ রক্ষা করে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। তাই প্রতি বছরের ন্যায় এ বছরও কৃষকেরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন বলে কৃষি বিভাগ মনে করে।