ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক দেদারুল ইসলাম। এবারের বাজেটে আয় ও ব্যয় সমান রাখা হয়েছে। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৭৬ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকা। এর মধ্যে রাজস্ব প্রাপ্ত আয় ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা। উন্নয়ন খাতে প্রাপ্ত আয় ধরা হয়েছে ৬৮ কোটি ৩১ লাখ টাকা। বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৫১ হাজার টাকা। এছাড়া উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি ২৪ লাখ টাকা। এসব আয়ের খাত দেখানো হয়েছে হাটবাজার ইজারা, নাগরিক সেবা, রাস্তা ও ড্রেনের কাজে বরাদ্দের ৫০ শতাংশ প্রাপ্তসহ প্রশিক্ষণ ও সভা সেমনিার। একই সাথে ব্যয়ের খাত হলো- রাস্তা, ড্রেন, লাইটিং, পানির লাইন, বস্তি উন্নয়ন ও স্যানিটারি ইত্যাদি। পূর্ণাঙ্গ বাজেট পাঠ ও উপস্থাপন করেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী হাসান কবির।
পৌর প্রশাসক দেদারুল ইসলামের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন সরকারী মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ, যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহারিয়ার আকাশ, প্রাইমারি শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা জেসমিন খাতুন, মহিলা কর্মকর্তা তাসলিমা খাতুন, সাংবাদিক আজাদ রহমান, শাহাজান আলী সাজু, জামির হোসন, আনোয়ার হোসেন, হাবিব ওসমান, বিএনপি নেতা ইলিয়াস হোসেন মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা ওলিয়ার রহমান, নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু, ব্যবসায়ী নেতা আব্দুল আলিম, মোবারকগঞ্জ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) জাহিদুর ইসলাম, সাবেক মেয়র আলহাজ্ব মাহাবুবার রহমানসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।