মোঃ মুক্তাদির হোসেন : বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ১৫ দিন ব্যাপী সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ -এই স্লোগানকে সামনে রেখে গতকাল রোববার দুপুরে কালীগঞ্জ পৌর হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে পাটজাত পণ্য সামগ্রী বিষয়ক ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। তিনটি ট্রেডে ৭০ জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল ভূইয়া, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল হক, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, পৌর প্রকৌশলী মন্নুর আহমেদ প্রমুখ।
এসময় পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পৌরসভা তিনটি ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নারীরা যাতে ঘরে বসে অলস সময় না কাটায় তাই তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে তারা নিজেরাও লাভবান হবে এবং পরিবারের অভাবও লাঘব করতে পারবেন।