লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও প্রফিট ফাউন্ডেশনের বাস্তবায়নে দারিদ্র্য বিমোচনে সার্ভে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩টি ইউনিয়ন মদাতি, দলগ্রাম ও ভোটমারির মধ্যে বিভিন্ন গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও প্রফিট ফাউন্ডেশনের বাস্তবায়নে দরিদ্র, অসহায় পরিবারের মাঝে প্রকৃত উপকারভোগী সার্ভে ও জরিপের কাজ অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে নারীদের ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন।
দারিদ্র্য বিমোচনে সার্ভেয়ার বিষয়ে জানতে চাইলে প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন চূড়ান্তভাবে সহযোগী সংস্থা হিসেবে প্রফিট ফাউন্ডেশনকে মনোনীত করেছে। এরই উন্নয়ন ধারাবাহিকতায় কালীগঞ্জ উপজেলায় প্রস্তাবিত তিনটি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধিমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সংস্থার প্রধান আরো বলেন যে, প্রকল্পটি বাস্তবায়ন করা হলে এলাকার দরিদ্র নারীরা আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে সুযোগ গ্রহণ করে দারিদ্র্য বিমোচন ও আমিষের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।