পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের নিয়মিত অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার কলাপাড়া ও মহিপুর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘খ’ সার্কেল, কলাপাড়া কর্তৃক সকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালিত হয়। এই অভিযানে কলাপাড়া থানাধীন নাচনাপাড়া, চাকামইয়া, তারিকাটা, চম্পাপুর, মাঝের খেয়া, ইটবাড়িয়া, চারিপাড়া এবং মহিপুর থানাধীন চাপলী, ধুলাসার, চর-গঙ্গামতি, মুসুল্লিয়াবাদ, নিজামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কলাপাড়া থানাধীন লালুয়া ইউনিয়নের চারিপাড়া ৫নং ওয়ার্ডের ১নং আবাসনের এ-২২নং পাকা বসতঘরে তল্লাশি চালিয়ে মোঃ ইজাজ (৩৯) নামক এক ব্যক্তির স্টিলের আলমারির ভিতরে কাপড়ের নিচ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ ইজাজ, পিতা- খবির হাওলাদার, মাতা- চিনারা বেগম, সাং- চারিপাড়া ৫নং ওয়ার্ড, লালুয়া ইউনিয়ন, থানাঃ কলাপাড়া, জেলা: পটুয়াখালী।
উদ্ধারকৃত আলামত হিসেবে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ক্রমিক ১০(ক) ধারায় কলাপাড়া থানায় নিয়মিত মামলা (নং-২৪, তারিখ: ২৯/০৪/২৫) রুজু করা হয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মোস্তাফিজুর রহমান, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘খ’ সার্কেল, কলাপাড়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান মাদক নির্মূলে তাদের অব্যাহত প্রচেষ্টার অংশ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।