কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংগঠন চেয়ারম্যান এসোসিয়েশনের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসানের সভাপতিত্ব করেন। বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির কে সভাপতি এবং টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লাকে সাধারন সম্পাদক করে এ কমিটি গঠন করা হয় । এতে সহ –সভাপতি হলেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লা, সহ-সাধারন সম্পাদক চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মজিবর ফকির, অর্থসম্পাদক ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিনু মৃধা ,কৃষি ও সাংস্কৃতিক সম্পাদক চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মাষ্টার,ধর্ম বিষয়ক সম্পাদক ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্ল্হা। এছাড়া সদস্য লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শওকত হোসেন তপন বিশ্বাস, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বাবুল মিয়া, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ্উদ্দিন দুলাল ,ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম ,মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ফজলু গাজী । পাঁচ বছরের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এসোসিয়েশন গঠিত হয়েছে বলে জানা গেছে।



































































