গোলাম মোস্তফা সাফু (কমলগঞ্জ প্রতিনিধি)
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের শ্রীমঙ্গল রোডে (ঠান্ডা মিল) এলাকার মাত্র ১ কিঃ মিঃ রাস্তা সড়ক ও জনপদ বিভাগের গাফিলতির কারণে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। প্রতিদিন এ সড়কে যাতায়াতে পড়তে হয় চরম ভোগান্তিতে। কমলগঞ্জ ভায়া কুলাউড়া/চাতলাপুর স্থলবন্দর, মৌলভীবাজার সদর এবং সিলেট বিভাগের সাথে যোগাযোগের ক্ষেত্রে এই সড়কের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অথচ সড়ক ও জনপদ বিভাগকে এই সড়কের গুরুত্বপূর্ণ অংশটি মেরামতের জন্য কোন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ বলেন, যেহেতু এই রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের আওতায় তাই পৌরসভা চাইলেও এখানে কিছু করার নেই। তিনি আরও বলেন, বড় কোন দূর্ঘটনা যাতে না ঘটে এবং জনসাধারণের অবাধ যাতায়াতের জন্য আমি ব্যক্তিগতভাবে এই সড়কের গুরুত্বপূর্ণ অংশে ইট/ইটের সুরকি দিয়ে আপাতত মেরামত করে দিয়েছি। সড়ক ও জনপদ বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। খুব শিগগিরই এই সড়কের গুরুত্বপূর্ণ অংশটিতে স্থায়ী মেরামতের কাজের শুরু হবে।



































































