নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ অর্থ দুই ধাপে পাবেন তারা। প্রথম ধাপে এ বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হবে ৭ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ কার্যকর হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে দীর্ঘ আন্দোলনের মুখে থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির আংশিক বাস্তবায়ন হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি নভেম্বরের ১ তারিখ থেকে ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া কার্যকর হবে। বাকি অংশ আগামী বছর জুলাই থেকে কার্যকর হবে।
মন্ত্রণালয় বলেছে, এটি শিক্ষকদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই অর্জন যৌথ সাফল্যের প্রতীক।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এক বিবৃতিতে বলেন, “শতাংশ হারে বাড়িভাড়া নিশ্চিত করতে পেরে আমি একজন শিক্ষক হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শিক্ষকরা আরও অধিক সম্মানের দাবিদার, তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা উচিত।”
তিনি আরও বলেন, “এই পথটা সহজ ছিল না। মতভেদ, বিতর্ক ও অভিযোগ সবই ছিল। তবু শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বশীলভাবে কাজ করেছে, যাতে একটি ন্যায্য ও টেকসই সমাধান পাওয়া যায়।”
অধ্যাপক আবরার মনে করেন, এই সাফল্য কারও একার নয়, এটি সরকারের ও শিক্ষকদের যৌথ প্রচেষ্টার ফল। “সম্মান, সংলাপ ও সমঝোতাই আজ জিতেছে। এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার, শিক্ষার্থীদের কাছে ফিরে যাওয়ার,” বলেন তিনি।
এদিকে আন্দোলনরত শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট এবং ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, “সরকারের সামর্থ্য বিবেচনায় নিয়েছি। এখন আমরা ক্লাসে ফিরব।”
বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেছিলেন শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে টানা কর্মসূচি চলছিল। এরই মধ্যে অন্তত ছয়জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছিলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে গুণগত শিক্ষার ভিত্তি আরও মজবুত হবে।”