ইয়ানূর রহমান : এনবিআর বিলুপ্ত করে রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে সারাদেশের সাথে একযোগে বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ৩ ঘন্টা এ কলম বিরতি পালন করা হয়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা (কাস্টম ও ট্যাক্স বিভাগসহ জাতীয় রাজস্ব বোর্ডের সকল স্তরের কর্মচারীবৃন্দের সমন্বয়ে গঠিত) টানা তিনদিনের এ কলম বিরতিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা ও আগামী শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৫ ঘন্টা করে কলম বিরতি চলবে।
জানা যায়, অংশীজন ও এনবিআরের অধীন কর্মকর্তা-কর্মচারীদের মতামত গ্রহণ ও আলোচনা ছাড়াই এনবিআর বিলুপ্তিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। সেই অধ্যাদেশ বাতিল করার দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ মে থেকে সারাদেশের সব ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, শুল্ক স্টেশন ও কর অঞ্চলে এ কলম বিরতি পালিত হচ্ছে। এ কর্মসূচিতে অংশীজনরা একাত্মতা প্রকাশ করেছেন। তবে, আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রপ্তানি বাণিজ্য এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতা বহির্ভূত থাকছে।
এদিকে, বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার কলম বিরতিতে স্থবির হয়ে পড়ে বেনাপোল কাস্টম হাউসের সকল রাজস্ব কার্যক্রম। অফিসের সামনে মূল ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে কলম বিরতির ব্যানার। উক্ত সময়ের মধ্যে কোনো সেবা দেওয়া হয়নি কাস্টম সংশ্লিষ্টদের। সেখানে, এ কলম বিরতি টানা ৩ দিন পেরিয়ে গেলে এ পথে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাপক ক্ষতির আশঙ্কাসহ রাজস্ব আহরণে মারাত্মক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন বেনাপোল কাস্টম ও বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়িক নেতৃবৃন্দ। বেনাপোল কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট এসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, কাস্টমসের কলম বিরতির কারণে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাউসে কোন ফাইলে কাজ হয়নি। অধিকাংশ টেবিল খালি দেখা গেছে। কিছু কর্মকর্তা উপস্থিত থাকলেও কোন কাজ করেননি। তবে, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। কলম বিরতির কারণে নতুন করে কোন পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। পূর্বের ইস্যুকৃত আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল কাস্টম হাউসে কর্মকর্তা-কর্মচারিদের কলম বিরতি পালিত হয়েছে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, সিডিউল মোতাবেক শনিবার বিকেল ৩টা পর্যন্ত এ কলম বিরতি নির্দিষ্ট নিয়মে চলবে। তবে এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে নতুন কর্মসূচী দেওয়া হবে।