বিনোদন ডেস্ক
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর প্রতি বছরই ঈদে শ্রোতাদের নতুন গান উপহার দেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন রোজার ঈদ উপলক্ষে তিনি গাইলেন নতুন গান ‘ফিরে পাব কি আবার’। গানটি প্রকাশ পাবে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে।
গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার, সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমদ। গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে একটি ভালো গানের জুড়ি নেই। গানটির কথা, সুর ও সংগীতায়োজন আমার খুব ভালো লেগেছে। সম্রাট অনেক মেধাবী সংগীত পরিচালক, দারুণ কাজ করেছে। আশা করছি, শ্রোতারা গানটি উপভোগ করবেন।’
সুরকার সম্রাট আহমদ বলেন, ‘আসিফ ভাইয়ের মতো কিংবদন্তী শিল্পী যখন কণ্ঠ দেন, তখন গানটির সুরেও বিশেষ যত্ন প্রয়োজন। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। শ্রোতারা ভালোভাবে নিলে আমাদের কষ্ট স্বার্থক হবে।’
২০২৪ সালের শুরুতেই আসিফ আকবর ‘মন জানে’ ও ‘আয় ফিরে আয়’ শিরোনামের দুটি গান প্রকাশ করেন। ‘আয় ফিরে আয়’ গানের ভিডিওতে ব্যান্ড সেটআপ নিয়ে গেয়েছেন তিনি, যেখানে রক ও মেটালের ফিউশন ব্যবহার করা হয়েছে। গানটির কথা লিখেছেন জয় চক্রবর্তী, সংগীত আয়োজন করেছেন রাজিব মোনা।
অন্যদিকে ‘মন জানে’ গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।
উভয় গানই শ্রোতাদের ভালো লেগেছে বলে জানান আসিফ আকবর। ঈদ উপলক্ষে আরও কিছু নতুন গান প্রকাশের পরিকল্পনাও করেছেন তিনি।



































































