স্পোর্টস ডেস্ক: স্কট ম্যাকটমিনে, কেভিন ডি ব্রুইনা এবং অঁদ্রে-ফ্রাঙ্ক অঁগিসার গোলে শিরোপা প্রত্যাশী ইন্টার মিলানকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেরি আ টেবিলের শীর্ষে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি।
স্তাদিও দিয়েগো আরমান্দো ম্যারাডোনায় এই জয়ে নাপোলি তিন ম্যাচের জয়খরা কাটিয়েছে। এর আগে তারা লিগে তোরিনোর কাছে হেরেছিল এবং চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের কাছে ৬-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। তবে আন্তোনিও কন্তের দলের জন্য এই জয়ের মাঝেও দুঃসংবাদ হয়ে আসে বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার ইনজুরি। ম্যানচেস্টার সিটি থেকে আসার পর ৮ ম্যাচে ৪ গোল করা এই তারকা গোল করার পরপরই খুঁড়িয়ে মাঠ ছাড়েন।
ম্যাচের শুরুতে অবশ্য ইন্টার মিলান ভালো খেলেছিল। তাদের অধিনায়ক লাউতারো মার্তিনেজের একটি শট দারুণভাবে রুখে দেন নাপোলি গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। কিন্তু ৩৩তম মিনিটে হেনরিখ মিখিতারিয়ান নিজেদের বক্সে জিওভান্নি ডি লরেঞ্জোকে ফাউল করলে পেনাল্টি পায় নাপোলি। ডি ব্রুইনা স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এর পরপরই ডি ব্রুইনা ইনজুরিতে পড়েন এবং ফাউল করা মিখিতারিয়ানকেও ইন্টার ম্যানেজার ক্রিস্টিয়ান কিভু মাঠ থেকে তুলে নেন। প্রথমার্ধের শেষদিকে ডেনজেল ডামফ্রিসের একটি হেড পোস্টে লাগলে সমতায় ফেরা হয়নি ইন্টারের।
বিরতির পর দ্বিতীয়ার্ধের নয় মিনিটেই নাপোলি ব্যবধান দ্বিগুণ করে। লিওনার্দো স্পিনাজ্জোলার লম্বা পাস ধরে স্কট ম্যাকটমিনে বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শেই দুর্দান্ত শটে ইয়ান সোমারকে পরাস্ত করেন।
এরপর আলেসান্দ্রো বুওনজিওর্নোর হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে হাকান চালহানোগলু ব্যবধান কমিয়ে ইন্টারকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। তবে এর মাত্র সাত মিনিটের মধ্যেই অঁগিসা গোল করে নাপোলির দুই গোলের লিড (৩-১) পুনরুদ্ধার করেন এবং দলের জয় নিশ্চিত করেন।
এই মৌসুমে আট ম্যাচে এটি নাপোলির ষষ্ঠ জয়। এই জয়ে তারা এসি মিলানকে এক পয়েন্টে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে।



































































