বরিশাল প্রতিনিধি
বৃদ্ধা ননদের মৃত্যুর খবর পেয়ে জেলার আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নতুনহাট সংলগ্ন রাঢ়ী বাড়িতে ছুটে গিয়েছিলেন ভাইয়ের স্ত্রী কহিনুর বেগম (৫৫)। গত রোববার দিবাগত রাতে ননদের লাশ দাফনের পর ইজিবাইকযোগে নিজ বাড়ি গৌরনদীর উদ্দেশ্যে ফিরছিলেন তিনি (কহিনুর)। পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কহিনুর বেগম গুরুত্বর আহত হন। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে গৌরনদী ও তাৎক্ষনিক শেবাচিম হাসপাতালে আনার পর রাত এগারোটার দিকে চিকিৎসক কহিনুর বেগমকে মৃত বলে ঘোষণা করেন। কহিনুর বেগম গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার বাসিন্দা মৃত জাহাঙ্গীর সরদারের স্ত্রী।



































































