স্পোর্টস ডেস্ক : আবুধাবির গরম দুপুরে হাসলো নেপাল ও ওমানের ভাগ্য। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর নিশ্চিত হয়ে গেল এই দুই এশীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। এক ম্যাচ শেষ হতেই টুর্নামেন্টের চূড়ান্ত আনন্দের ভাগ পেয়ে গেল তারা।
বুধবার বাছাইপর্বের ম্যাচে সামোয়াকে ৭৭ রানে উড়িয়ে দেয় আরব আমিরাত। সেই জয়েই নিশ্চিত হয়ে যায়, পরের বিশ্বকাপে থাকবে নেপাল ও ওমানের নাম। এমনকি দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই জেনে যায় তারা, বিশ্বমঞ্চে তাদের টিকিট মিলেছে নিশ্চিতভাবে।
২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে অংশগ্রহণের প্রায় সব দলই নির্ধারিত, বাকি শুধু একটি জায়গা। সেই শেষ টিকিটের লড়াইয়ে এখন এগিয়ে সংযুক্ত আরব আমিরাত।
বাছাইয়ের সুপার সিক্স পর্বে চার ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাত। বৃহস্পতিবার জাপানের বিপক্ষে ম্যাচ তাদের জন্য হতে যাচ্ছে বাঁচা-মরার লড়াই।
অন্যদিকে তিন ম্যাচে সমান ৬ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে শীর্ষে রয়েছে ওমান, তাদের ঠিক পেছনেই নেপাল। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে দেখা যাবে এই দুই দলকে, যারা এবার বাছাইপর্বে দেখিয়েছে দুর্দান্ত ধারাবাহিকতা।
নেপালের সাফল্যের মূল কারিগর লেগ স্পিনার সান্দিপ লামিছানে। চার ম্যাচে ১০ উইকেট তুলে নিয়েছেন এই তারকা বোলার, ওভারপ্রতি রান দিয়েছেন ছয়েরও কম। কাতারের বিপক্ষে তার ১৮ রানে ৫ উইকেটের স্পেল নেপালের জয়ের বাঁক ঘুরিয়ে দেয়।
ওমানের উজ্জ্বল নায়ক বাঁহাতি পেসার জিতেন রামানান্দি। চার ম্যাচে ৭ উইকেট নেওয়া এই বোলার বোলিং করেছেন দারুণ নিয়ন্ত্রণে, ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৯০। গত এশিয়া কাপেও তিনি ছিলেন আলোচনায়, ভারতের বিপক্ষে অভিষেক শর্মা ও তিলক ভার্মাকে আউট করে।