আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন ইউপি মেম্বারসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, রোববার রাতে অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও পাঁচুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ফৌজদার (৬০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার মধ্য বোয়ালী গ্রামের কবেজ আলীর ছেলে। আত্রাই থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত আসামী তিনি। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় উপজেলার মিরাপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে ওমর ফারুক ওরফে রাসেল, সাজাপ্রাপ্ত পলাতক আসামী হিসাবদী নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে মুসা সরদার ও জগদাস গ্রামের হুরমত আলীর ছেলে মনিরুল ইসলাম এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী মধু গুড়নই গ্রামের সামাদ প্রামাণিকের ছেলে নাজমুল প্রামাণিক ও নাজমুলের স্ত্রী আঁখি বিবিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।



































































