নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। আজ বুধবার থেকে সারাদেশে কার্যকর হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন দর।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা।
প্রতি ভরিতে এবার ১ হাজার ৫০ টাকা বেড়েছে। তবে স্বর্ণের পাশাপাশি রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকায়, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায়।
বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।
এর আগে গত ২৪ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছিল। এক মাসের মাথায় আবারও দাম বাড়ানো হলো।
চলতি বছর এ নিয়ে ইতোমধ্যেই ৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে- যার মধ্যে ৩০ বার বেড়েছে, আর ১৬ বার কমেছে। গত বছর (২০২৪ সালে) দাম সমন্বয় হয়েছিল ৬২ বার।
বিশ্ববাজারের উত্থান, ডলারের বিনিময় হার এবং আমদানি ব্যয়ের প্রভাবেই দেশে ঘন ঘন স্বর্ণের দাম পরিবর্তিত হচ্ছে বলে জানিয়েছে বাজুস।