আবুল কালাম আজাদ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে, যার মধ্যে ৬৪ হাজার ৬৫৩ জন ছাত্রী। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সাথে একযোগে আজ বৃহস্পতিবার ২৬ জুন থেকে এই পাবলিক পরীক্ষা শুরু হয়েছে। এদিন বাংলা প্রথম পত্র (আবশ্যিক)-এর পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে রয়েছে ৩৩ হাজার ৯৬২ জন, যার মধ্যে ছাত্র ১৭ হাজার ২৬৩ জন ও ছাত্রী ১৬ হাজার ৬৯৯ জন। মানবিক বিভাগের ৮৭ হাজার ৯৭২ জন পরীক্ষায় অংশ নিবে, যার মধ্যে ছাত্র ৪৩ হাজার ৮০৮ জন ও ছাত্রী ৪৪ হাজার ১৬৪ জন। বাণিজ্য বিভাগের ১১ হাজার ৫৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে যার মধ্যে ছাত্র ৭ হাজার ৮২৯ জন ও ছাত্রী ৩ হাজার ৭২৮ জন।
রাজশাহী বোর্ডে নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৫ জন। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৭০ জন ও ছাত্রী ৫৭ হাজার ৯৩৫ জন। অনিয়মিত পরীক্ষার্থী ১৯ হাজার ১২৬ জনের মধ্যে ছাত্র ১২ হাজার ৪৭৭ জন ও ছাত্রী ৬ হাজার ৬৪৯ জন। ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী ১৭১ জনের মধ্যে ছাত্র ১০৫ জন ও ছাত্রী ৬৬ জন। প্রাইভেট পরীক্ষার্থী ১১ জনের মধ্যে ছাত্র ৮ জন ও ছাত্রী ৩ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন ৮টি জেলার ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২০৭টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে রাজশাহী জেলায় ৪৩ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১৪ হাজার ৮৯৮ ছাত্র ও ১২ হাজার ৫৪ জন ছাত্রী, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৫ হাজার ৩৩৫ জন ছাত্র ও ৪ হাজার ৪৪২ জন ছাত্রী, নাটোর জেলায় ২০টি কেন্দ্রে ৫ হাজার ৮৩৭ জন ছাত্র ও ৫ হাজার ৪৩৩ জন ছাত্রী, নওগাঁ জেলার ২৫টি কেন্দ্রে ৬ হাজার ৫২২ জন ছাত্র ও ৫ হাজার ৯৬১ জন ছাত্রী, পাবনা জেলার ২৮ টি কেন্দ্রে ৮ হাজার ৪৪৪ জন ছাত্র ও ৯ হাজার ৪৮১ জন ছাত্রী, সিরাজগঞ্জ জেলার ৩১টি কেন্দ্রে ১১ হাজার ৪৯৬ জন ছাত্র ও ১১ হাজার ২৮৫ জন ছাত্রী, বগুড়া জেলার ৩৩ টি কেন্দ্রে ১৩ হাজার ৫৩১ জন ছাত্র ও ১২ হাজার ৫৬৫ জন ছাত্রী এবং জয়পুরহাট জেলার ১২টি কেন্দ্রে ২ হাজার ৮৯৭ জন ছাত্র ও ৩ হাজার ৪৩২ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। অভ্যন্তরীণ প্রস্তুতির পাশাপাশি, একটি নিরপেক্ষ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নজরদারি দল গঠন করা হয়েছে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেছেন, পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পরীক্ষা গ্রহণের সকল সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আশা করছি, সুষ্ঠুভাবে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হবে।