আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় ট্রাক ও ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও এক যাত্রী নিহত হয়েছে। গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের রথবাড়ি নামক স্থানে গত বৃহস্পতিবার ভোরে চাল বোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলার খাজুরিয়া গ্রামের মৃত সেকেন উদ্দিনের ছেলে পোল্টি খামারী নুর হোসেন কাজী (৬০) ঘটনাস্থলেই নিহত হয়। সংবাদ পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও আগৈলঝাড়া থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে। এসময় ইজিবাইকের চালক গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের আব্দুল জব্বার শরীফের ছেলে হেলাল শরীফ (৪৩) গুরুতর আহত হয়ে প্রথমে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়।
আগৈলঝাড়া থানার এসআই শফিকুল ইসলাম জানান, উপজেলার পয়সারহাট থেকে চাল নিয়ে একটি ট্রাক পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। গৌরনদী থেকে একদিন বয়সী মুরগীর বাচ্চা নিয়ে ইজিবাইকে যাচ্ছিলো ইজিবাইক চালক ও একজন যাত্রী। রথবাড়ি এলাকায় পৌছুলে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়ে উভয় যান দুইটি রাস্তার পাশে খালের মধ্যে ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার পরেই ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. আলম চাঁদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



































































