রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেছেন, আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। এই দেশ আমাদের, দেশের স্বার্থে সবাই কাজ করুন। আইন-শৃঙ্খলা উন্নয়নে আমাদের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম নিজেই রাউজানে টহল দিচ্ছেন। আমাদের লক্ষ্য অন্যায় অপরাধ রোধের পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা। একটি শ্রেণি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে থাকে। জনগণ সচেতন থাকলে তারা কখনো সফল হবে না। আমরা কারও দ্বারা প্রভাবিত হচ্ছি না। দেশের প্রচলিত আইন মেনে কাজ করছি। যেসব অপরাধীরা এলাকায় ছিলেন না, তারা এলাকায় এসে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ে লিপ্ত হচ্ছে। আজ নয়, কাল অপরাধীরা ধরা পড়বেই, কেউ ছাড় পাবে না।
বুধবার রাউজানে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাউজান উপজেলার ৬নং বিনাজুরী ইউনিয়নে পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া। সভাপতিত্ব করেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুপালী চৌধুরী। উপ-পরিদর্শক (এসআই) মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবু মোঃ হোসেন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী প্রকাশ গুন্নু মেম্বার, এস এম মামুন মেম্বার, নুর উদ্দিন মোরশেদ চৌধুরী মানিক মেম্বার, বাদল বড়ুয়া, জাহাঙ্গীর আলম, বিনাজুরী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রুবেল, সহ-সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরী, আবু আব্দুল্লাহ চৌধুরী ছোটন, ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি যদু বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, অলক বিশ্বাস সুজন, মোহাম্মদ ইসহাক, অভি সরকার, বাবু মুহুরী, মোজাম্মেল হক। এছাড়া বিনাজুরী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।