নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকলে এটি কেবল লোকদেখানো একটি আয়োজন, যা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের আনুষ্ঠানিকতা দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়।
শনিবার সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল, জনগণের আকাঙ্খা বা চাওয়ার কোনো প্রতিফলন সেখানে ঘটেনি। আইনি ভিত্তি না থাকলে এটি জনগণের সঙ্গে প্রতারণা হয়ে দাঁড়াবে।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে দূরে সরে গেছে।
তার ভাষায়, “আমরা এই সনদে স্বাক্ষর করিনি, কারণ এর মাধ্যমে কোনো কার্যকর পরিবর্তন আসবে না। বরং যারা গতকালের অনুষ্ঠানে গেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে।”
তিনি বলেন, “আমাদের দাবি, এই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। না হলে এটি কাগজে-কলমে থেকে যাবে।”
নাহিদ জানান, ঐকমত্য কমিশন যদি এনসিপিকে আলোচনায় ডাকে, তারা অংশ নেবে এবং সেখানে সনদের আইনি বাস্তবায়নের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করছে। কিছু রাজনৈতিক দল সমঝোতায় গেছে, কিন্তু আমরা যাইনি। আমাদের লক্ষ্য জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা।” প্রতীক ইস্যুতে নাহিদ ইসলাম জানান, শাপলাই হবে এনসিপির প্রতীক। এই প্রতীক নিয়েই তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে। পাশাপাশি, নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। জনপ্রশাসনের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন নাহিদ।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আট মাসের সংলাপ শেষে শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়। এতে কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল স্বাক্ষর করে। তবে মতভিন্নতার কারণে এনসিপিসহ পাঁচটি দল সনদে স্বাক্ষর করেনি।