এম. টুকু মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা জানান, মাস্ক পরিধান না করা, রাস্তা দখল করে পণ্য বিক্রি করাসহ করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে পৌরসভার উপজেলা ৬টি মামলায় ৬ জনকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য, উপজেলার আদর্শ মুদী বিক্রেতা আলী হোসেনের নিকট থেকে ১৫০০ শত টাকা, স্বপনের নিকট থেকে ৪ হাজার টাকা, কম্পিউটার সেলিম রেজা ১০০০ হাজার টাকা, মুসলিম রেস্টুরেন্ট নিজাম উদ্দিনের নিকট থেকে ২০০০ টাকা, আল- মদিনা রেস্টুরেন্ট রেজাউলের নিকট থেকে ২০০০ টাকা, হাসান টেইলার্সের নিকট থেকে ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।



































































