টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে অসহায়,দরিদ্র মাঝিদের জমি জবরদখলের জন্য মাঠের নামে আনারকলি যুবসংঘ শনিবার(১৫জুলাই) বেলা ১১টার সময় সখিপুর-কালিদাস সড়কে মাঠের সামনে মানববন্ধন করেছে। উক্ত মানববন্ধনে বাদশাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব,,একেএম ফজলুল হক মাষ্টার,আয়নাল খান,অধ্যাপক মালেক খান,সারোয়ার হোসেন সিম্মি, হাবিবুন্নবী সোহেল,শেখ হাসনাত,খান বাহাদুর প্রমুখ।উল্লেখ্য,সখিপুর মৌজার ১৪৫৮ দাগে ১শত একর ৫শতাংশ জমির মধ্যে শরৎ চন্দ্র মালো,অগ্রদেব চন্দ্র মালো,সহদেবচন্দ্র মালো সর্বপিতা ভক্ত মালোর নামে ৭খতিয়ানে পর্চায় ২১৮ দলিলে ২২৪ শতাংশ জমি আছে, অথচ তাদের দখলে আছে মাত্র ৩৬শতাংশ এবং ১৮২ শতাংশ জমি বেদখল রয়েছে,একই পর্চায় সুরেন্দ্র মোহন মালো পিতা গঙ্গাচরন মালোর নামে ৪খতিয়ানে ২১৮ শতাংশ দলিলে আছে ২২৪ শতাংশ জমি। মালোদের/মাঝিদের এই জমি জবরদখলের জন্যই হাফিজ উদ্দিন গংরা আনারকলি মাঠের দাবিতে শনিবার মানববন্ধন করেছে। এমনকি জবরদখলকৃত জমিতে মসজিদ,বাড়িঘর নির্মান ও জমি বিক্রি করে দিয়েছে।অখিল মালো জানায়,হাফিজ উদ্দিন গংরা ওই জমি থেকে আরো ৫০শতাংশ জমি আদালতের মাধ্যমে ছুলেনামা দলিল করে দিয়েছিল। সেক্ষেত্রে জমি আরো ৫০শতাংশ বেড়ে দাঁড়াবে ২৬৮শতাংশ জমি।