নিজস্ব প্রতিবেদক
ষড়ঋতুর দেশে শরৎকে বলা হয় ঋতুর রানী। ঋতুরানী শরতের রূপ হয় রাজকীয় সুন্দর। শরতের সৌন্দর্য বাংলার প্রকৃতিকে করে তোলে রূপময়। গ্রীষ্ম-বর্ষার পরের ঋতু শরৎ। ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। শরৎকে ইংরেজিতে অটাম বলা হলেও উত্তর আমেরিকায় একে ফল হিসেবে ডাকা হয়। পৃথিবীর ৪টি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎকাল। উত্তর গোলার্ধে সেপ্টেম্বর মাসে এবং দক্ষিণ গোলার্ধে মার্চ মাসে শরৎকাল গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যবর্তী ঋতু হিসেবে আগমন করে। এসময় রাত তাড়াতাড়ি আসে এবং আবহাওয়া ঠান্ডা হতে থাকে। এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পত্রঝরা বৃক্ষের পাতা ঝরে যাওয়া।
বর্ষারানী সিংহাসন ছাড়তে নারাজ হলেও ঋতুর সিংহাসনটা এখন শরতেরই। শুরুর দিকে শারদীয় মেঘ হটিয়ে বর্ষার রাজত্ব চলছে বটে, তবে ভাদ্র-আশ্বিন এ দু’মাস নীল আকাশ, নদীর পাড় আর বাতাসের সুগন্ধে ছড়িয়ে যাবে শরৎ ঋতু। শরতের আগমন সম্পর্কে কবি বলেছেন, ‘আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কী জানি পরান কী যে চায় ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো আজি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায় কোন কুসুমের আশে কোন ফুলবাসে সুনীল আকাশে মন ধায় গো। ছয়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। বিশ্বের সকল দেশে ছয়টি ঋতুর আগমন কখনোই ঘটে না। বাংলাদেশে প্রতি ঋতুরই রয়েছে আলাদা পরিচায়ক। আর ঋতুর পার্থক্য ফুটে ওঠে ফুলে।
শরতের ফুল হচ্ছে হিমঝুরি, গগনশিরীষ, ছাতিম, পাখিফুল, পান্থপাদপ, বকফুল, মিনজিরি, শেফালি/শিউলি, কলিয়েন্ড্রা, কাশফুল ইত্যাদি। তবে শরতের সাদা কাশফুলে মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কাশফুল নদী তীরে বনের প্রান্তে অপরূপ শোভা ছড়ায়। গাছে গাছে শিউলির মন-ভোলানো সুবাসে প্রকৃতি হয়ে উঠে মায়াময়। শরৎকালে কখনো কখনো বর্ষণ হয়, তবে বর্ষার মতো অবিরাম নয়। বরং শরতের বৃষ্টি মনে আনন্দের বার্তা বয়ে আনে। শরতের সৌন্দর্য বাংলার প্রকৃতিকে করে তোলে রূপময়। ভাদ্র-আশ্বিন এ দু’মাস শরৎ ঋতু। বর্ষার পরের ঋতু শরৎ। তাই শরতের আগমনে বাংলার প্রকৃতি থাকে নির্মল স্নিগ্ধ। শরতের আকাশের মতো আকাশ আর কোন ঋতুতে দেখা যায় না। শরৎকালের রাতে জ্যোৎস্নার রূপ অপরূপ। মেঘ মুক্ত আকাশে যেন জ্যোৎস্নার ফুল ঝরে। চাঁদের আলোর শুভ্রতায় যেন আকাশ থেকে কল্পকথার পরীরা ডানা মেলে নেমে আসে পৃথিবীতে। অপরূপ বিভা ও সৌন্দর্যের কারণে শরৎকালকে বলা হয়ে থাকে ঋতুরাণী। মানুষ মাত্রই শরৎকালে প্রকৃতির রূপ-লাবণ্য দেখে মোহিত না হয়ে পারেনা। ভাবাতুর করে তোলে কবির ভাবুক মনকে। কবি মন আনন্দে নেচে উঠে সৃষ্টি সুখের উল্লাসে। প্রবল আবেগ আর উৎসাহ এসে জমা হয় কবি-সাহিত্যিকের মনোজগতে। বাংলাদেশের শরৎ ঋতুর সব সৌন্দর্যের প্রতীকই চিরন্তর প্রহরী। পথিকদের স্বাগতম জানান দেয় শরৎ ঋতু। বলাই যায়, বাংলাদেশ শুধু সুন্দর নয়, অপূর্ব, অতুলনীয় ও অসাধারণ সুন্দর। বাংলাদেশের ঐতিহ্যময় সংস্কৃতি তাদের মুগ্ধ করেছে। কেননা, প্রকৃতির সবুজ-শ্যামল রূপ যেন এ দেশের সংস্কৃতিকে সম্পদশালী করে তুলেছে। সংস্কৃতির এই রূপ ধরা পড়েছে এ দেশের সঙ্গীতে এবং মানুষের গানে। বাংলাদেশের মানুষ মাটির মানুষ। প্রকৃতির কোলে তারা গান গেয়ে গেয়ে নিজেদের জীবন গড়ে তুলেছে। তাদের কণ্ঠে গান। সে গানে মাটির মানুষের প্রাণের ছোঁয়া। তাদের হাসি-কান্না, সুখ-দুঃখ, বিরহ-বেদনা, প্রেম ভালোবাসা যেন এ দেশের গানের মূল আর্তি। মাটির মানুষের জীবন, প্রকৃতি ও সমর্পিত হৃদয়ের অকপট আনন্দ ও বেদনা নিয়ে রচিত এ দেশের গান। বাংলাদেশের মানুষের সঙ্গীত এ দেশের নিজস্ব সংস্কৃতি। এ সংস্কৃতি এত সমৃদ্ধ যে অন্য কোনো দেশের সঙ্গীতের সঙ্গে তুলনা হয় না। নিজের ঐতিহ্যগত ভাব, ভাষা ও সুরে এ দেশের সঙ্গীত অতুলনীয়। নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ এই চর্চার জন্যই এ দেশের সংস্কৃতি সমৃদ্ধ ও উন্নত।