মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে
“প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি”- শ্লোগানের ভিত্তিতে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে গতকাল ১২ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা আব্দুল বাতেন মোল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কবির মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুশান্ত কুমার বাড়ৈ প্রমুখ।