বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ এর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে মোল্লাহাট মাদরাসা ঘাট এলাকা। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট মাদরাসা ঘাট এলাকায় দুর্বৃত্তরা শিক্ষার্থীদের বহনকারী গাড়ি লক্ষ্য করেই ইট-পাটকেল ছোঁড়ে এবং গাড়ি থামিয়ে কয়েক জনকে মারধর করে। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত তিন শিক্ষার্থী। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। খুলনা-মাওয়া মহাসড়কের মাদরাসা ঘাট এলাকায় প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধছিল।



































































