যশোর প্রতিনিধি : দুর্ঘটনায় পা ভেঙে গেছে বানারীপাড়ার অটোভ্যান চালক মো. রাশেদ শেখের। ডাক্তারের পরামর্শানুযায়ী এখন তার বিশ্রামে থাকার কথা। কিন্তু জীবিকার তাগিদে অটোভ্যান নিয়ে নামতে হয়েছে রাস্তায়। নওয়াপাড়া বাজারের হাই স্কুল গেটের পাশে দেখা মেলে পায়ে ব্যান্ডেজ মোড়া অটোভ্যান চালক রাশেদ শেখের সঙ্গে। নিজের অটো ভ্যানে যাত্রী ওঠানোর জন্য আকুতি জানাচ্ছিলেন তিনি।
আলাপ করতেই জানা গেল, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কোদলা গ্রামের মৃত খালেক শেখের ছেলে রাশেদ শেখ। এক ছেলে, এক মেয়েসহ বৃদ্ধ মা ও স্ত্রীকে নিয়ে বাস করেন তিনি। গত বৃহস্পতিবার নিজ গ্রামের একটি ভাটায় ইটের কাজ করার সময় ইটের খামাল পায়ে পড়ে দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসক তাকে ১ মাসেরও বেশি সময় বিশ্রামে থাকতে বলেছেন। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে পেটের দায়ে দুর্ঘটনার একদিনের মাথায়ই ভাঙা পা নিয়ে অটো ভ্যান নিয়ে রাস্তায় নামতে হলো রাশেদকে।
রাশেদ শেখ জানান, এ পর্যন্ত ভাঙা পায়ের পেছনে ধারদেনা করে কয়েক হাজার টাকা চলে গেছে। এখন পরিবারের অন্ন জোগাড় ও ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। তাই বাধ্য হয়েই একপর্যায়ে রাস্তায় নেমে পড়েন তার অটোভ্যানটি নিয়ে। এসময় বিত্তবানদের কাছে একটু সদয় হওয়ার আবেদন জানান তিনি।



































































