বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নেতা শেখ হেলাল উদ্দিনের সঙ্গে এডিট করে ছবি লাগিয়ে বিএনপির ইউনিয়ন তদারকি কমিটির সদস্য পদ থেকে বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী কাজী শাহাজান।
গত বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে কাজী শাহাজান বলেন, বিগত সময়ে আমি ছাত্রদল, যুবদল ও মূল দলের ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। তবে ১৯৮৪ সালে সরকারি চাকুরিতে যোগদান করায় সক্রিয়ভাবে দলের কার্যক্রমে অংশগ্রহণ না করলেও দলের সমর্থনে ছিলাম এবং দলের বিভিন্ন কর্মকন্ডে সহযোগিতা ও পরামর্শ প্রদান করেছি। ২০২২ সালে চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর থেকে আবারও দলের বিভিন্ন মিছিল, মিটিং ও সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। যাহার সাক্ষী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, চিতলমারী উপজেলার সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডা, ফকিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। গত ২২ ডিসেম্বর জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত বাগেরহাট-১ আসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ চিতলমারী উপজেলা তদারকি কমিটি গঠনের জন্য গত ২৬ ডিসেম্বর উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করেন। এতে আমি হিজলা ইউনিয়নের ৭ সদস্য বিশিষ্ট তদারকি কমিটির একজন সদস্য মনোনীত হই। কিন্তু অজ্ঞাত কারণে আমাকে আমার অজান্তে তদারকি কমিটি থেকে বাদ দেওয়া হয়। এ বিষয়ে আমি জানতে চাইলে চিতলমারী উপজেলা তদারকি কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা আমাকে তার মোবাইল ফোনে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিনের সঙ্গে আমার একটি ছবি দেখান। আমি খোঁজ নিয়ে জানতে পারি, আমার প্রতিপক্ষরা আমার ছবি শেখ হেলাল উদ্দিনের সঙ্গে এডিট করে তা সরবরাহ করেছে। আমি এ বিষয়ে বাগেরহাট-১ আসনের দায়িত্বপ্রাপ্ত তদারকি কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন ভাইয়ের বরাবর ইউনিয়ন তদারকি কমিটি স্থগিত রেখে উক্ত ছবির সত্যতা যাচাই ও জালিয়াতিকারীদের চিহ্নিত করে বিচারের দাবিসহ আমার সদস্য পদ ফিরে পাবার আবেদন করি। কিন্তু আমার আবেদন আমলে না নিয়ে আমার ইউনিয়ন তদারকি কমিটির সদস্য পদ স্থগিত রেখে আমার স্থলে অন্য একজনকে নিয়ে নেয়। আমি এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ নীতি-নির্ধারণী কমিটির হস্তক্ষেপ কামনা করি। আমি যেন আমার তদারকি কমিটির সদস্য পদ ফিরে পেতে পারি তার জোর দাবি করছি।