বরগুনা প্রতিনিধি : বরগুনায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ নৌবাহিনী। সকালে সকল বাহিনীর সমন্বয়ে জেলা প্রশাসনের সহায়তায় আইন-শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতকরণ প্রতিশ্রুতির কথা তুলে ধরেন নৌবাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক।
মন্দিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বরগুনা জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌঅঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক। বরগুনা পুলিশ সুপার, বরগুনা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ সকল প্রশাসনকে সাথে নিয়ে পৌর এলাকার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন তিনি। এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকরণে মন্দির কমিটির সদস্যদের সামনে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, জেলা প্রশাসক মোঃ শফিউল আলম ও রিয়ার এডমিরাল গোলাম সাদেক।