পটুয়াখালী প্রতিনিধি : “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, পুরস্কার নয় অংশগ্রহণ মূল কথা ” -এ প্রতিপাদ্যে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ছাত্র-ছাত্রীদের ২ দিনব্যাপি ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলা পর্যায়ে শুরু হয়েছে। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জেলা শাখার আয়োজনে গত সোমবার সকালে ডিসি স্কয়ার মাঠে জাতীয় পতাকা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাসুদ উল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান। আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুলতান আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এসএম কবির হাসান, সহকারী জেলা শিক্ষা অফিসার আঃ জব্বার প্রমুখ। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসারগণ, একাডেমিক সুপার ভাইজারবৃন্দ, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আইয়ুব আলী খান, সহকারী পরিদর্শক আবু হানিফ, খেলা পরিচালনা কমিটির আহ্বায়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ছাত্র-ছাত্রীদের ২ দিন ব্যাপি ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন বালক হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় দশমিনা এবং বালিকা কাবাডি প্রতিযোগিতায় বেতাগী সিকদারীয়া মাধ্যমিক বিদ্যালয় দশমিনা চ্যাম্পিয়ন হয়। এছাড়া দাবা বালক বড় প্রতিযোগিতায় সদর উপজেলার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের জুনায়েত আহমেদ, বালক মধ্যম পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজের তানজিম আহমেদ ধ্রুব এবং বালিকা বড় দাবা প্রতিযোগিতায় পটুয়াখালী কালেক্টর স্কুল এন্ড কলেজের আফরিন আরা এবং বালিকা মধ্যম একই বিদ্যালয়ের মুনতাহা মনজিল ত্বহা চ্যাম্পিয়ন হয়।