নোয়াখালী প্রতিনিধি
কথা আর কাজেও তারা যথেষ্ঠ স্মার্ট। ওরা স্মার্ট এগ্রোর কর্ণধার। নোয়াখালীর কয়েকজন তরুণের এমন উদ্যোগ অনেকের কর্মচেতনায় প্রাণচাঞ্চল্যতা জাগায়। নতুন উদ্যোগে নতুন কিছু করার স্বপ্ন জোগায়। গতকাল বিকেলে সরেজমিনে দেখা মেলে ওই উদ্যোক্তাদের কয়েকজনের। সদর উপজেলার কালাদরাপের মহব্বতপুরে জনৈক ব্যক্তির মালিকীয় ১০ একর জমি ১৫ বছরের ২৯ লাখ টাকা ভাড়া নেয়া চুক্তিতে স্মার্ট এগ্রো শুরু করেন ওই তরুণরা। অনেকেরই বয়স এখনো ২৮ পেরোয়নি। উদ্যোগী তরুণদের রয়েছে একটি পরিচালনা পর্ষদও। প্রত্যেকের রয়েছে নির্ধারিত অংকের পুঁজির যোগান। প্রাথমিকভাবে প্রতিজনেরই এতে ২ লাখ ৫ হাজার টাকা হারে বিনিয়োগ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আরো ১২টি শেয়ার নেয়ার সিদ্ধান্ত ও রয়েছে তাদের। চেয়ারম্যান পদে রয়েছেন অত্যন্ত চমৎকার, সদালাপী ও মিষ্টভাষী যুবক শাহাদাত হোসেন নিশান। ব্যবস্থাপনা পরিচালক পদে বসেছেন আরেক উদ্যোমী আবদুল্যাহ আল ফয়সাল। মাত্র ছয় মাস আগেই শুরু করেছেন এ প্রকল্প। এক সময় এ জায়গাটি ছিল বালুময়। তরুনরা উদ্যোগ নেয়ার পরই পাল্টে যেতে শুরু করে এখানকার সার্বিক অবয়ব। এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে নিরাপত্তা বলয় তৈরীর কাজ। কথা প্রসঙ্গে ওই তরুণদের পরম শুভাকাঙ্খী সাংবাদিক এম মোজাম্মেল হোসেন জানান, তিনিও ছয় মাস আগে এদের সাথে এখানে এসেছেন। এ সময় পুরো জায়গাটিই বালুময় মরুভূমির ন্যায় জায়গা দেখে তিনিও আশা করতে পারেননি যে, এ জায়গাটি সবুজের উদ্যানে আবাদী ভূমিতে পরিণত হতে পারে! কিন্তুু কোন জল্পনা-কল্পনা কোনভাবেই আটকাতে পারেনি ওই তরুণদের কর্মযজ্ঞতাকে। একটি প্রযুক্তিসমৃদ্ধ, প্রাকৃৃতিক শোভাবর্ধিত ও নান্দনিকতার ছোঁয়ার পাশাপাশি কর্মসংস্থানের মহাবৃত্তে তারা প্রথমে পরিকল্পনা বাস্তবায়নে ৬টি পুকুর করেছেন বিভিন্ন আকৃতি আর প্রকৃতির। তিনটিতে শুরু করেছেন বরাবরই দেশীয় খাবার দাবার দিয়ে প্রাকৃতিকভাবেই দেশীয় মাছের পরীক্ষামূলক চাষ। প্রকল্পের চেয়ারম্যান বলছেন, প্রকৃতির আলো বাতাসের নিরবিচ্ছিন্ন পরিবেশের যোগানে মাত্র ৪/৫ মাসের ব্যবধানে ওই মাছগুলো ওজনে দেড়/ দুই কেজিও হয়েছে। এগুলো বাজারে বিক্রয় না করে নিজেরাই ভাগাভাগি করে নিয়েছেন। নিশান বলছেন, আশানুরুপ ফলনে আশা জাগিয়েছে তাদের। বাকী তিনটিতে প্রযুক্তিগত ফলন তথা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ ফলনের কাজ করছেন। গলদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যে তৈরী করছেন আলাদা আরেকটি পুকুর। আবার প্রত্যেকটি পুকুরের পাড়েও তৈরী করছেন বিভিন্ন ধরনের ফসলাদী ফলনের সারি। একেক সারিতে একেক ফলন। রয়েছে দেশীয় বেগুন, মরিচ, লাউ, ঢেঁড়স, টমেটো, লাল পেঁপে, শিম, সবুজ শাক-সবজিসহ নানা রকমের ফলনাদী। পুকুরগুলোর চারপাড়ে তৈরী করা মাচার ওপর জাল ফেলে মৌসুমী ফল শিম আর লাউ গাছগুলোর ফুটন্ত ফুল নিদারুন আলোড়িত করছে এগ্রোর পরিবেশ। ইতোমধ্যে, বাজারে বেশ কিছু পরিমাণের লাল পেঁপে ও শিম বিক্রয়ের কথাও জানালেন তিনি। অন্যদিকে, কিছু জমির সারিতে তৈরী করছেন ড্রাগন, আপেল, কমলা আর আঙ্গুরের ফলন জন্যে। এগুলো উৎপাদন শেষে বাণিজ্যিকভাবে নোয়াখালীর বাজারে এলে এখানকার জনজীবনে অন্যরাও এসব ফলনের উদ্যোগ নিতে পারে বলে ধারণা তার। এক পাশে গড়ছেন গরুর খামার। এখন রয়েছে ৮টি গরু। পর্যায়ক্রমে, আরো কিছু গরু কেনার কথা জানালেন নিশান। বললেন, গরুগুলো সারাদিন বাঁধা না থেকে যেন নির্বিঘ্নে খেতে পারে, ঘুমোতে ও চরতে পারে সেজন্যে আলাদা একটি ঘরও করবেন। সেখানে খেয়ে ধেয়ে একটা সময় নির্মিত ঘরে ডুকে যাবে। পুরো এগ্রোর মধ্যখান সীমানায় দাপ্তরিক কার্যালয়। এগ্রোর দাপ্তরিক কার্যালয়ের সামনে রয়েছে গাছগাছালির ছায়াঘেরা আলাদা একটি খেলার মাঠও। প্রতিদিন বিকেলে সেখানে ব্যাট খেলছেন বিভিন্নস্থান থেকে আসা যুুবকেরা। সন্ধ্যার পরই রঙ বেরঙের বৈদ্যুতিক বাতির আলোয় অন্য রকম সাজে সেজে ওঠে স্মার্ট এগ্রো। চেয়ারম্যান জানালেন, এখানে একটি রিসোর্ট করারও পরিকল্পনা রয়েছে তাদের। বললেন, প্রথম দুই বছর লাভের আশা ছেড়ে দিয়েই কাজ শুরু করছি। আশা করি, পরবর্তীতে এটি অনেকেরই কর্মসংস্থানের একটি উৎস হয়ে ওঠবে। এখনো বর্তমানে বিভিন্ন পর্যায়ের ৫ জন যুবক কাজ করছেন বিভিন্ন বেতন কাঠামোয়। তাঁরা কোন ব্যাংক বা অন্য কোন আর্থিক সহযোগী প্রতিষ্ঠান থেকে কোন ধার কর্জ নেননি। ভবিষ্যতেও না নেয়ার প্রত্যয় রয়েছে বলে জানান শাহাদাত হোসেন নিশান।