টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী শাখা কর্তৃক মাসব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে রোড সেফটি সংক্রান্ত জেব্রা ক্রসিং, রাস্তা মার্কিং ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী টঙ্গীবাড়ী থানার সামনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মেইন রোডে, সরকারী বিক্রমপুর-টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ ও টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সামনেসহ উপজেলার বিভিন্ন স্থানে সড়কগুলোতে রোডের বিভিন্ন স্থানে রোড সেফটি সংক্রান্ত জেব্রা ক্রসিং ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার স্টাফ এস আই রনি, থানার ডিউটি অফিসার এস আই সম্রাট, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সাংবাদিক কাদির খান, নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক আরিফ মন্ডল, টঙ্গীবাড়ী প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন, কার্যকরী সদস্য কাজী তামিম, কার্যকরী সদস্য সার্ভেয়ার কামাল হোসেন, কার্যকরী সদস্য আক্কাস বেপারী, বাবুল শেখ, শাকিল হোসেন প্রমুখ।