নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম সভা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে টানা তৃতীয়বার নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্য অহিদুর রহমানকে ১নং প্যানেল চেয়ারম্যান, শাহ আলম জসিমকে ২নং ও মোকশেদা বেগমকে ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সচিব ইসমাইল হোসেন, সদস্য জাকিয়া আক্তার, নাজমা আক্তার, রবিন, জসিম উদ্দিন, মনিরুজ্জামান, শাহাজাহান চৌধুরী, মাহফুজুর রহমান, আলা উদ্দিন চাঁদ, জামাল উদ্দিন, ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী আলমগীর হোসেন, উদ্যোক্তা আব্দুল্লাহ আল হোসাইন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।



































































