নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পিঠাপুলি বাঙালির ইতিহাস, ঐতিহ্যের ধারক ও বাহক। গ্রাম-বাংলার পৌষ পার্বণে প্রতি ঘরে ঘরে খুশির আমেজে মা-বোনেরা তৈরি করে থাকে হরেক রকম সুস্বাদু রসালো পিঠাপুলি, যা আজও গ্রাম-বাংলার ঐতিহ্যকে রক্ষা করে চলেছে। সেই ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শনিবার সন্ধ্যায় স্থানীয় এনজিও হোপ কর্তৃক বাৎসরিক পিঠা উৎসব আনন্দঘন পরিবেশে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পিঠা উৎসবে হোপের নির্বাহী পরিচালক একেএম আসাদুজ্জামান কল্লোলের সার্বিক ব্যবস্থাপনায় এবং পরিচালনা পর্ষদের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম, এডাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এস এম শাহীন, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভূঁইয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনহাজ, সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, মো. হুমায়ুন কবির, মো. নিয়াজ উদ্দিন, পরিচালক (অর্থ), কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য। উক্ত পিঠা উৎসবের পরিচালনায় ছিলেন মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাওছার। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধান, হোপ কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সকল অতিথিবৃন্দ এত সুন্দর আয়োজন করার জন্য হোপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।



































































