নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিতের গুরুত্ব এখন অনুভূত হচ্ছে সমানভাবে। কৃষিখাতে প্রযুক্তির প্রগতির কল্যাণে খাদ্য উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু এরপরও নিরাপদ খাদ্যের প্রাপ্যতাকে অনিশ্চিত করে তুলছে কীটনাশক ও রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহার। বিষয়টি ভাবিয়ে তুলছে ভোক্তা থেকে শুরু করে নীতি-নির্ধারক পর্যন্ত সব মহলকেই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত কয়েকমাস ধরে বিষমুক্ত সবজি আবাদে কৃষকদের আগ্রহ বাড়ছে। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পরিবেশবান্ধব কৌশলের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, পরিচালনা করা হচ্ছে কৃষক মাঠ স্কুল। এতে কৃষকদের বিষমুক্ত সবজি আবাদের কৌশল সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাসায়নিক সারের ব্যবহার কমানোর পাশাপাশি জৈব সার ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। উপজেলা জুড়ে বিষ মুক্ত নিরাপদ কৃষিকে জনপ্রিয় করতে দেওয়া হচ্ছে প্র্রদর্শনী উপকরণ সহায়তা।
পৌরসভার কৃষক হুসেন আলী জানান, আমি ২০ শতক জমিতে লাউ আবাদ করেছি। লাউয়ের জমিতে জৈবসার ব্যবহার করছি এবং লাউয়ের মাছি, পোকা দমনে ব্যবহার করছি কিউ ফেরো। রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করায় উৎপাদন খরচও কমেছে।
ইব্রাহিম ইউনিয়নের কৃষক কাউছার জানান, উপজেলা কৃষি অফিস কর্তৃক আমি কৃষক মাঠ স্কুলের মাধ্যমে পরিবেশবান্ধব রোগ-বালাই দমনের কৌশলগুলো সম্পর্কে প্রশিক্ষিত হয়েছি। বসতবাড়িতে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছি যা আমার জমিতে রাসায়নিক সার ব্যবহার কমাতে সহায়তা করছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, নবীনগর কৃষিতে অনেক অগ্রসরমান উপজেলা। এখানে গত এক বছরে জৈব সারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আমরা প্রতিটি ইউনিয়নে বিসিআইসি সার পরিবেশকের দোকানে জৈব সার কর্ণার স্থাপন করেছি। একজন জৈব বালাইনাশক ডিলার ও আছে। পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি সম্প্রসারিত হচ্ছে, যা মাটির সুরক্ষা এবং টেকসই উৎপাদন বৃদ্ধি করবে।