নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুরু হয়েছে রোপা আমন ধান রোপণের মৌসুম। বৃষ্টি নির্ভর রোপা আমন ধানের চারা আগস্ট-সেপ্টেম্বর মাসে জমিতে রোপণ করতে হয়। এ কারণে নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে বৃহৎ চারার হাট জমে উঠেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে কৃষকেরা এসে এই হাটে চারা কেনাবেচা করছেন। নবীনগর উপজেলার পাশাপাশি মুরাদনগরের কৃষকেরা এখানে এসে চাহিদা অনুযায়ী চারা ক্রয় করে নিয়ে যাচ্ছে। বাজারে আসা ক্রেতারা বলছেন, বাঙ্গরা হাটে চাহিদা অনুযায়ী চারা পেয়ে তারা বেশ খুশি। বিক্রেতারা বলছেন, বিক্রি ভালো হচ্ছে, এতে কৃষকেরা লাভবান হচ্ছেন।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে কৃষকরা নিজেদের তৈরি বীজতলা থেকে ধানের চারা আটি বেঁধে হাটে নিয়ে আসছেন। প্রতি আঁটি ৫০ টাকা থেকে প্রকারভেদে ৬০ টাকা দরে বিক্রি করছেন। বি.আর-২২, ব্রিধান- ৪৯, বিনা ধান- ১৭, কালিজিরা, বিনা-৭ জাতের চাহিদা বেশি কৃষক পর্যায়ে। নবীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, রোপা আমন মৌসুমে সব সময়ই চারার একটা অতিরিক্ত চাহিদা দেখা যায়। এর প্রধান কারণ হচ্ছে অনেক সময় বন্যা কিংবা অতিবৃষ্টিতে কৃষকদের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। আবার, সঠিক সময়ে বৃষ্টিপাত হলে কৃষক পর্যায়ে রোপা আমন আবাদে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়। ফলে যাদের বীজতলা করা হয়নি তারা এই ধরনের হাট থেকে চারা ক্রয় করে আবাদ সম্পন্ন করে থাকেন।
উপজেলা কৃষি অফিস সূত্র থেকে জানা যায়, চলতি মৌসুমে রোপা আমন আবাদের লক্ষ্যে বীজতলা করা হয়েছে ৩২০ হেক্টর। রোপা আমন কার্যক্রম চলমান লক্ষ্যমাত্রা রয়েছে ৬,১৪০ হেক্টর। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় ইতিমধ্যে আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি সপ্তাহ পর্যন্ত আবাদ হয়েছে ৬,২৮০ হেক্টর। রোপা আমন আবাদ কার্যক্রম শেষ পর্যন্ত ২৫০ হেক্টর থেকে ৩০০ হেক্টর বৃদ্ধি পেতে পারে।