দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দোহালিয়া বাজার থেকে ধর্মপুর গ্রাম পর্যন্ত রাস্তার অবস্থার বেহাল দশা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। পাকা রাস্তায় ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে যাচ্ছে। উপজেলার দোহালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দোহালিয়া বাজার থেকে ৯নং ওয়ার্ডের সংযুক্ত রাস্তার একই অবস্থা। পাকা রাস্তায় ছোট-বড় খানাখন্দে ভরে গেছে, মেরামতের কোন উদ্যোগ নেই। ৬-৭ গ্রামের মানুষ এবং প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলের একমাত্র রাস্তা এটি। যাতায়াতের প্রধান রাস্তাটি নিচু হওয়ায় ও ড্রেন না থাকায় বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষার মৌসুম আসলে নিয়মিত ক্লাস থেকে বঞ্চিত হয় স্কুল কলেজের ছাত্র-ছাত্রী। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাঁটুর উপরে পানি উঠে যায়। নিয়মিত ক্লাস করতে না পারায় পড়ালেখা থেকে পিছিয়ে পড়তে হচ্ছে তাদের। শুধু তাই নয়, গেল বন্যায় রাস্তাটি পুরো ভেঙ্গে গেছে, মেরামত করা হচ্ছে না।
স্থানীয় দুলাল মিয়া, অটোরিকশা চালিয়েই চলে তার সংসার। রাস্তা নিয়ে তার অভিযোগ, রাস্তার উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয়, কিন্তু রাস্তা ঠিক হয় না। আজ রাস্তা ঠিক করলে কালকেই তা আবার নষ্ট হয়ে যায়। ভাঙা রাস্তার কারণে একটু ভারী মাল থাকলে গাড়ি উল্টে যায়।
এ বিষয়ে দোহালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শামীমুল ইসলাম বলেন, ভোগান্তির কথাটি আমি জানি। পরিষদের তহবিলে এত টাকা নেই যার কারণে রাস্তাটি মেরামত করা সম্ভব হচ্ছে না। কিন্তু এ বিষয়ে উপজেলা মাসিক সভায় অনেকবার বলেছি।