মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে অক্টোবর-২০২৪ সেবাপক্ষ উদযাপন উপলক্ষে প্রথম দিন বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড লায়ন্স ভবন হতে লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট লায়ন বাদশা ইমাম আরাফাত ও সেক্রেটারী লায়ন মোঃ শাহ আলম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লায়ন ভবনে গিয়ে শেষ হয়। উক্ত র্যালীতে ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও লায়ন শিশু নিকেতনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে লায়ন্স ক্লাবের হলরুমে সকলের জন্য ফ্রি হোমিও চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ক্লাব ট্রেজারার লায়ন মোঃ সাইদুর রহমান সরকার, ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট লায়ন এম.এ খালেক, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ মোকাররম হোসেন, ডাইরেক্টর লায়ন মোঃ মোকাররম হোসেন খান, এ্যাডভাইজার লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন এ্যাডঃ এম.এ মজিদসহ দিনাজপুর লায়ন্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।
এছাড়াও অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে আগামীকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় রামনগর খেলার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচী, আগামী ৫ অক্টোবর শনিবার সকাল ১০টায় লিলির মোড়ে ডায়াবেটিস পরীক্ষা (ব্লাড গ্লুকোজ), ৭ অক্টোবর সোমবার সকাল ১০টায় লায়ন্স ভবনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান, ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় লালবাগ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা উপকরণ বিতরণ, ১৪ অক্টোবর সোমবার রাত ৮টায় দিনাজপুর লায়ন্স ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে।