শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলরুমে গত শনিবার বেলা ১১টায় মৎস্য সপ্তাহ শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপি সকল কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন নবাগত মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা। সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান এস এম এ ওয়ারেজ নাইম বলেন, মাছে-ভাতে বাঙ্গালী। তাই মাছ চাষের প্রতি আরো মনোযোগী হয়ে অর্থনৈতিকভাবে অবদান রাখার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আহ্বান রাখেন। এসময় মৎস্য অফিসের গোলাপ হোসেন, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী-টিটু, সাংবাদিক এম মোকাদ্দেস আলী, জাহিদুল হক মনির, আবু রায়হান, সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা প্রেসক্লাবের সভাপতিসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।