জামালপুর প্রতিনিধি : ব্যবসা-বাণিজ্যের জন্য প্রসিদ্ধ জামালপুর। জেলার ৭টি উপজেলায় ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে বেড়েছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। চালের বস্তা থেকে শুরু করে প্লাস্টিকের ব্যাগ, বস্তার ব্যবহার হচ্ছে অহরহ। তাছাড়া নিষিদ্ধ পলিথিনে ছেয়ে গেছে সর্বত্র। চালের প্লাস্টিকের বস্তা ও নিষিদ্ধ পলিথিন ব্যবহার বৃদ্ধি পাওয়ায় জনমনে নানা ধরনের প্রশ্ন উঠেছে।
জানা যায়, জামালপুর শহরসহ সদর উপজেলার সর্বত্র প্লাস্টিকের ব্যাগ ও পলিথিনের ব্যবহার ক্রমশ মারাত্মক আকার ধারন করছে। এমন কোন দোকান নেই যেখানে পলিথিন পাওয়া যাচ্ছে না। তাছাড়া স্টেশন বাজারের চালের আড়তগুলোতে চটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা বেশি মাত্রায় ব্যবহার হচ্ছে।
সরেজমিনে নান্দিনা বাজার, নরুন্দি বাজার, পিয়ারপুর বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারের এমন কোন চালের আড়ৎ নেই যেখানে চাল ভর্তি প্লাস্টিকের ব্যাগ না পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে চাল ব্যবসায়ীর সাথে কথা বললে তারা বলেন, আমরা মোকাম থেকে এভাবে চাল কিনে নিয়ে আসি। আমাদের করার কিছু নেই। আশ্চর্যের ব্যাপার পাট শিল্পকে ধ্বংস করার জন্য ব্যবসায়ীরা উঠেপড়ে লেগেছে। তারা কোন প্রকার আইন-কানুন মানছে না।
এদিকে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার সর্বত্র নিষিদ্ধ পলিথিনে ছেয়ে গেছে। পানের দোকান থেকে শুরু করে এমন কোন দোকান নেই যেখানে পলিথিনের ব্যবহার না হচ্ছে। তাছাড়া চালের আড়তগুলোতে আরো ভয়াবহ অবস্থা। মুদি দোকানগুলো যেন পলিথিন ছাড়া চলেই না। পলিথিন ব্যবহারের কুফল নিয়ে জেলা প্রশাসন ব্যাপক প্রচারণা চালানোর পরও ব্যবসায়ীরা কোন তোয়াক্কা করছে না। এমনকি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল জরিমানা করলেও তারা পলিথিন ব্যবহার করেই যাচ্ছে। তারা জেলা প্রশাসনের নির্দেশনা মানছে না।