ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় স্ত্রী ও দুই পুত্রের হাতে সিএনজিচালিত অটোরিকশা চালক মো. ইলিয়াছের (৪০) খুন হওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় আম্বর আলী পাটোয়ারী বাড়িতে ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় ছাগলনাইয়া থানা পুলিশ নিহত ইলিয়াছের স্ত্রী কোহিনুর, দুই ছেলে আসিফ, রাকিব ও পুত্রবধূকে আটক করেছে।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে পরিবারের সদস্যদের ছুরিকাঘাতে ইলিয়াস মারা যান।
ছাগলনাইয়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, নিহত ইলিয়াসের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।