এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি
খাসরুল ফকির নামে এক ব্যবসায়ীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্ত্রী-সন্তান, স্বজনসহ এলাকাবাসী। গতকাল বুধবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে স্বাস্থ্যবিধি মেনে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে তারা প্রতিবাদ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। উল্লেখ্য, গত শুক্রবার ৭ আগস্ট পূর্ব শক্রতার জের ধরে খাসরুল ফকির (৫৪) নামে এক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে।



































































