গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের দিগন্ত মাঠ জুড়ে বইছে বোরো ধান ক্ষেতে সবুজের সমারোহ। সবুজ মাঠের বোরো ক্ষেত দেখে কৃষকদের মুখে আনন্দের হাসি পরিলক্ষিত হচ্ছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ধানের ক্ষেতগুলোতে সবুজ রংয়ের শীষ দোল খাচ্ছে। সবুজ রংয়ের ধান ক্ষেতগুলো রৌদ্রে চিকচিক করছে। অনেক জায়গায় কৃষকরা তাদের ধান ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
শস্য শ্যামলা সবুজ বাংলার কৃষিভান্ডার হিসেবে খ্যাত একটি জেলা গোপালগঞ্জ। এখানের বিস্তীর্ণ ফসলের মাঠ চলতি ইরি-বোরো মৌসুমে চাষাবাদকৃত ধানের ক্ষেত এখন গাঢ় সবুজে পরিণত হয়েছে। দিগন্ত জুড়ে নজর কাড়ছে বোরো ফসলের ক্ষেত। ইরি-বোরো ধানের সবুজ পাতা দোল খাচ্ছে। তাই হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষক ও কৃষাণী ব্যস্ত সময় পার করছেন পরিচর্যার কাজে।
কৃষি অধিদফতর জানিয়েছে, গোপালগঞ্জে চলতি বোরো মৌসুমে জেলার ৫ উপজেলায় ৮১ হাজার ৩৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। তবে লক্ষ্যমাত্রা অতিক্রম করে জেলার ৫ উপজেলায় ৮১ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বিশেষ করে জেলা সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় আবাদি, অনাবাদি জমিতে বোরো ধানের আবাদ বেশি হয়েছে। এখন ফসলের মাঠগুলো কৃষক, কৃষাণী ও শ্রমিকের পদচারণায় মুখরিত। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও ধানের ভালো ফলন হবে বলে আশা কৃষকের। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন আশা করা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ধান হবে ৪ লাখ ৮৪৩ মেট্রিকটন।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার বলেছেন, গোপালগঞ্জ ধানের এলাকা। এখানে সবচেয়ে বেশি বোরো ধান চাষ হয়। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো আবাদ করেছে কৃষক। এ বছর জেলায় ৮১ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূল বা কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে গত বছরের তুলনায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।