গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করছে আইএফআইসি ব্যাংক। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গার্লস হাইস্কুল মাঠে বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ আলম, আইএফআইসি ব্যাংকের, গাইবান্ধা শাখা ম্যানেজার আব্দুল্যাহ আল মামুন, মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার সঞ্জয় কুমার সাহা, কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. কামরুজ্জামান প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে গত ২৬ জুলাই থেকে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট রেবেকা হাবিব উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ি উপজেলার মনোহরপুর গার্লস হাইস্কুল ও সাতারপাড়া বিএল হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হচ্ছে।



































































