গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা মাঝিপাড়া এলাকার গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে গতকাল বুধবার সকাল ১০টায় জান্নাত পরিবহনের একটি বাসের ধাক্কায় ভ্যান যাত্রী সর্দার রেজাউল করিম (৪২) ও ভ্যান চালক রুবেল মিয়া (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। নিহত রেজাউল সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের যৌদ্দকড়িসিং গ্রামের সর্দার আবু তাহেরের ছেলে ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি। ভ্যান চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সকালে রেজাউল করিম ভ্যানযোগে পলাশবাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ঢোলভাঙ্গার মাঝিপাড়া এলাকায় পৌঁছলে গাইবান্ধা অভিমুখী জান্নাত পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় ভ্যান যাত্রী রেজাউল ও চালক রুবেল মিয়া ছিটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান বাসের ধাক্কায় দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।