কাজী পাপড়ী, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামাতের সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে গত শুক্রবার জুম্মাবাদ থানা মসজিদে মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম, পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ মুসল্লীবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন থানা মসজিদের ইমাম ক্বারী আক্কাস আলী মৃধা।