নিজস্ব প্রতিবেদক
মার্কিন দূতাবাসের অর্থায়নে ও ইউএনডিপি’র তত্ত্বাবধানে চলমান কয়েকটি প্রজেক্ট পরিদর্শনে কাপ্তাইয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল রবিবার সফরের অংশ হিসেবে তিনি কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যাঙছড়ি বনফুল রেস্ট হাউজে আসলে রাঙামাটি পার্বত্যাঞ্চলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান তাকে অভ্যর্থনা সহকারে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় চট্টগ্রাম বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা সালেহ মোঃ শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দেসহ মার্কিন রাষ্ট্রদূতের সাথে আগত ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। আয়োজিত সভায় ইউএনডিপি’র চলমান প্রকল্পসমূহের কার্যক্রমের বিষয়ে বনফুল রেস্ট হাউজে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় ডিভিশনাল ফরেস্ট অফিসার, রেঞ্জ অফিসার ও বিট কর্মকর্তাদের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মতবিনিময় করেন। সভা শেষে জীবতলী আর্মি ক্যাম্প হয়ে দুলুছড়ি পাড়ার উদ্দেশ্যে রওনা করে ক্যারেট পাড়ায় গিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা করেন। পরে বার্গী লেকে মধ্যাহ্নভোজ শেষে দুপুর ১টা ৪৫ মিনিটের সময় রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্দেশ্যে রওয়ানা হন।