মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
সারাদেশের ১৯টি জেলার ১০৭ উপজেলায় কর্মরত কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের কার্যক্রম বন্ধের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে মনোহরদী উপজেলার ১২টি ইউনিয়নের ৩৯টি কমিউনিটি ক্লিনিকের অধীনে কর্মরত (এমএইচভি) মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়াররা অংশ নেয়।
গত পহেলা আগস্ট কমিউনিটি বেইজ হেলথ কেয়ার (সিবিএইচসি)র লাইন ডাইরেক্টর ডা. কাইয়ুম তালুকদার স্বাক্ষরিত এক নোটিশে আগামী ৩১ সেপ্টেম্বর থেকে সারাদেশে এই কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়। এরই প্রতিবাদে ফুঁসে উঠেছে এমএইচভি কর্মীরা।
মানববন্ধনে বিভিন্ন দাবী তুলে ধরে তারা বলেন, আমরা করোনা মহামারীসহ তৃণমূল স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছি। বর্তমান সময়ে আমাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার কথা। আমাদের কার্যক্রমটি একটি প্রকল্পের অধীনে হওয়ায় দাবী মেনে নেয়ার বিপরীতে আমাদের কার্যক্রম বন্ধের ঘোষণা অমানবিক। তাই আমাদের ২১ হাজার পরিবারের আর্তনাদ বিবেচনায় কার্যক্রম পুনরায় চালুর ঘোষণার পাশাপাশি যৌক্তিক দাবীসমূহ মেনে নিয়ে কাজের সুযোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, দেশের ১৯ জেলার ১০৭টি উপজেলার কমিউনিটি ক্লিনিকের অধীনে ২১ হাজারের বেশি ভলান্টিয়ার কর্মরত রয়েছে।