জিএম সাফু, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাধীন চন্ডীপুর মসজিদ রোড নামে পরিচিত গুরুত্বপূর্ণ সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পরেছে। এতে ভোগান্তিতে অথিস্ট কয়েকটি পৌরএলাকার লোকজন,এবং প্রতিদিনই ঘটছে ছোট/বড় সড়ক দূর্ঘটনা যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনসাধারণসহ যানবাহন। সড়ক ও জনপদ বিভাগের এই রাস্তাটি পৌরএলাকার আবাসিক রাস্তা হিসেবে ব্যাবহার হলেও এই রাস্তা দিয়ে সংযোক্ত আছে কয়েকটি পৌরএলাকা,এবং কমলগঞ্জের দক্ষিণ অঞ্চলের ০৩ টি ইউনিয়ন। প্রতিদিনই এ রাস্তা দিয়ে স্কুল/কলেজে যাতায়াত করে ছাত্র-ছাত্রী,তাছাড়া পৌরএলাকার লোকজন বাজারে বা অন্যান্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে এই সড়কটি কে সটকাট রাস্তা হিসেবে ব্যাবহার করে থাকে।জনগুরত্ব ভেবে অতিশিঘ্ররই এই সড়ক টি মেরামত করার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।