আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব। শারীরিক প্রতিবন্ধী হয়েও নিজের অদম্য ইচ্ছা থাকলে কিভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় তা দেখিয়েছেন মারুফ।
নওগাঁর আত্রাই উপজেলার আমপুর গ্রামের বাবলু সরদারের ছেলে মারুফ। ১৬ বছর বয়সের এই তরুণ যুবক জানায়, তার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার সহপাঠীদের সাথে মাঠে খেলতে পারে না। দুই বছর আগেও সে বিষন্নতায় ভুগতো আর নিজেকে বোঝা মনে করতো। কিন্তু এখন সে আনন্দে দিন পার করে। তার কাজই এখন তার খেলা। সে প্রতিটা কাজ অতি যত্নের সহিত সম্পন্ন করে থাকে।
কাজের ট্রেনিং কোথায় করেছে জানতে চাইলে মারুফ জানায়, সে অনলাইনে ইউটিউব দেখে অনেক কিছু শিখেছে। এর মধ্যে আছে অকেজো লাইট মেরামত, টর্চ লাইট মেরামত, ফ্যান মেরামত, পুরাতন ব্যাটারী দিয়ে নতুন লাইট বানানো, চার্জার মিনি ফ্যান বানানোসহ ইত্যাদি কাজ করে সে এখন প্রতিদিন ২০০-৩০০ টাকা ইনকাম করে।
ভবিষ্যতে মারুফের আর কোন ইচ্ছা আছে কি না জানতে চাইলে মারুফ বলেন, সে টিভি ও ফ্রীজ মেরামত করা শিখতে চায়। এজন্য সে সরকারি সহযোগিতায় সরকারি ট্রেনিং নিতে চায়।
মারুফের বাবা বাবলু সরদার জানান, তার ছেলে জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। কিন্তু সে ছোট থেকেই যে কোন কাজে খুব আগ্রহী। তার আগ্রহ দেখে আমার চা স্টলের পাশাপাশি তাকে ইলেকট্রনিকস নষ্ট পণ্য মেরামতের ব্যবস্থা করে দেই। আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে যন্ত্রপাতি কিনে দিয়েছি। তা দিয়েই সে এখন কাজ করে যাচ্ছে।